ইরানের সুপ্রিম কোর্টে দুই বিচারপতিকে গুলি করে হত্যা
তারিখ
:
18-01-2025
ইরানের রাজধানী তেহরানে গুলি করে হত্যা করা হয়েছে দেশটির সুপ্রিম কোর্টের দুইজন সিনিয়র বিচারপতিকে। গুলি চালানোর পর নিজেও আত্মহত্যা করেছেন ওই বন্দুকধারী।
শনিবার (১৮ জানুয়ারি) ভোরে ইরানের সুপ্রিম কোর্টের ভেতরে ঘটে এ ঘটনা। দেশটির বিচার বিভাগের মিডিয়া সেন্টারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইরানের বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় মিডিয়ার দেওয়া তথ্য অনুসারে, নিহত দুই বিচারপতি হলেন হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মোকিসেহ।
বিচার বিভাগের মিডিয়া সেন্টারের বিবৃতিতে বলা হয়েছে, নিহত দুই বিচারপতি জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ মোকাবিলায় সক্রিয় ছিলেন। নিহত বিচারকরা ছিলেন সাহসী এবং অভিজ্ঞ। তবে, হামলাকারীর পরিচয় এবং তার উদ্দেশ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]