রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ কাজে লাগানোর আহ্বান আসিফ নজরুলের
তারিখ
:
14-12-2024
১৯৭১ সালের শহীদদের আত্মত্যাগ একটি রাজনৈতিক দলের কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেই ব্যর্থতার পুনরাবৃত্তি ঠেকাতে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ আহ্বান জানান আসিফ নজরুল।
তিনি বলেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধারা। তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে দেখেছি ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। আজ এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়েছে।
এই উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে বহু মানুষের, বহু শহীদদের আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। এক ধরনের মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়। তরূণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি। সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের কাম্য।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]