তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমাদের একমাত্র লক্ষ্য হলো আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সুরক্ষা নিশ্চিত করা। বিশেষত সিরিয়ার ক্ষেত্রে।
বুধবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির (একে পার্টি) এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে নিজের বক্তব্যে এরদোগান বলেন, ‘যখনই আমরা (সিরিয়ার) আলেপ্পো, দামেস্ক, হামা, হোমস, দারা এবং মানবিজে স্বাধীন সিরিয়ার পতাকা আমাদের অর্ধচন্দ্র ও তারকা খচিত পতাকার পাশে দেখি, আমরা আনন্দিত হই’।
সন্ত্রাসবাদ প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সন্ত্রাসী সংগঠন পিকেকে-কে (PKK) নির্মূল করব। যারা আমাদের এবং আমাদের কুর্দি ভাই-বোনদের মধ্যে রক্তের দেয়াল গড়ার চেষ্টা করছে, তাদেরকে আমরা ভেঙে ফেলব’।
পিকেকে গোষ্ঠীটি মূলত সিরিয়া ও ইরাকে সক্রিয়। দীর্ঘদিন ধরে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে সশস্ত্র এই গোষ্ঠীটি। এদের আক্রমণে গত কয়েক দশকে প্রায় ৪০,০০০ মানুষ নিহত হয়েছে।
তুরস্ক এই সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন এরদোগান।
তুর্কি প্রেসিডেন্ট সেই সঙ্গে জোর দিয়ে বলেন, ‘তুরস্ক তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করতে বদ্ধপরিকর’। সূত্র: আনাদোলু এজেন্সি
|