ভারতের দিল্লী ও মেঘালয় রাজ্যে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ও সোমবার (২৩ ডিসেম্বর) দুই দিনে তাদের গ্রেফতার করা হয়। ত্রিপুরার অনলাইন সংবাদ মাধ্যমের খবর।
জানা গেছে, মঙ্গলবার দিল্লীতে একটি খুনের ঘটনার তদন্তে গিয়ে অবৈধ বাংলাদেশিদের হদিশ পায় পুলিশ। তল্লাশি চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ৫ জন বাংলাদেশের নাগরিক। তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার দেখানো হয়।
ত্রিপুরা অনলাইন সংবাদ মাধ্যম জাগরন খবরে বলা হয়, মঙ্গলবার মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে বিএসএফ সদস্যরা। বাংলাদেশিদের সঙ্গে দুইজন ভারতীয় দালালকেও আটক করা হয়।
অপরদিকে, সোমবার মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলা সীমান্ত থেকে বিএসএফ ১০ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে। তাদের কাছ থেকে ১০ লাখ টাকার চিনি ও মাদক উদ্ধার করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]