শেষ হয়েছে শকুনী লেকের সৌন্দর্য বর্ধনের কাজ, দর্শনার্থীদের ভিড়
তারিখ
:
11-04-2017
অনলাইন ডেস্ক : মাদারীপুরের প্রধান বিনোদন কেন্দ্র শকুনী লেকের সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে। ফলে লেকটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ছুটে আসছেন দর্শনার্থীরা। বিকেল হলেই শকুনী লেক মিলন মেলায় পরিণত হয়। পৌর মেয়র জানালেন, উদ্বোধনের পর পর্যটন শহর হিসেবে জেলাকে পরিচিতি করে তুলবে শকুনী লেক।
প্রায় এক কিলোমিটার দীর্ঘ শকুনী লেক খননের মধ্য দিয়ে মাদারীপুর শহরের পত্তন হয় ১৮৫৪ সালে। এরপর দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে থাকে লেকটি। তবে বিনোদন পিপাসীদের কথায় মাথায় রেখে মাদারীপুর পৌরসভা ২০১৩ সালে ২২ কোটি টাকা ব্যয়ে এর সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করে। ইতোমধ্যে কাজও প্রায় শেষ হয়েছে । শহরের কেন্দ্র হলে অবহিত নতুন রূপে সাজানো লেকটি দেখতে প্রতিদিন ছুটে আসছেন দর্শনার্থীরা। কেউ কেউ বন্ধুদের সাথে সেলফি তুলছেন। আবার কেউবা আবার আড্ডা দিয়ে অবসর সময় কাটাচ্ছেন।
সাংস্কৃতিক কর্মীদের আশা, ঐতিহ্যবাহী শকুনী লেক নতুন রূপ পাওয়ায় জেলার পরিচিতিতে নতুন মাত্রা যোগ হবে।পৌর মেয়র জানালেন, শুধু মাদারীপুর বাসীর চিত্ত বিনোদনের জন্য নয়, জেলাকে পর্যটন শহর হিসেবে পরিচিত করতে শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দেয়া হবে লেকটি।
বঙ্গবন্ধু ম্যুরাল, শহীদ কানন, শিশু পার্ক, স্বাধীনতা অঙ্গন, এমপি থিয়েটার মঞ্চ, শান্তি ঘাটলা, পানাহারসহ মাদারীপুর ঘড়ি নামে একটি টাওয়ার রয়েছে ‘শকুনীলেক’ প্রকল্পে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]