খাগড়াছড়িতে ট্রাকচাপায় মো. ফিরোজ নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত মো. রাকিব নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে জেলা সদরের জিরো মাইল সংলগ্ন বাঁকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ লোভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খাগড়াগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
পরিদর্শক মোহাম্মদ লোভেল জানান, এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মো. ফিরোজ নিহত হন। ফিরোজের বাড়ি বান্দরবানের লামা উপজেলায়। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেকজন মো. রাকিব গুরুতর আহত হন। ঘটনার পর ট্রাক চালক ও সহযোগী পালিয়ে যান। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]