মঈন মাহমুদ :বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ৭৩ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান ও বক্তৃতা ৩ জানুয়ারি সোসাইটির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফায়েজ। প্রতিষ্ঠা দিবস বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর ওয়াকিল আহমেদ। অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা এবং সোসাইটির পতাকা উত্তোলন করা হয়। এরপর কবুতর ও ফেস্টুন উড়িয়ে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ৭৩ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সোসাইটির অডিটরিয়ামে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সোসাইটি সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান খান সকলের উদ্দেশ্যে সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি এম এ ফায়েজ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আজকে যে অবস্থানে এসেছে এজন্য একে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। আর এটি সম্ভব হয়েছে এর সাথে সংশ্লিষ্ট জ্ঞানপিপাসু গবেষণাঅনুরাগী পন্ডিত ব্যক্তিদের ত্যাগ ও সাধনার ফলে। তিনি আরো বলেন, নিরেট গবেষণাধর্মী প্রতিষ্ঠানের সংখ্যা আমাদের দেশে খুব বেশি নেই। যে কয়টি প্রতিষ্ঠান এক্ষেত্রে কাজ করে যাচ্ছে নিঃসন্দেহে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি তার মধ্যে অগ্রগণ্য। বক্তৃতা পর্বে বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর ডক্টর ওয়াকিল আহমেদ ‘বাংলার মুসলমানের শিকড‘ শিরোনামে তার বক্তৃতা পেশ করেন। তিনি বাংলার মুসলমানের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। সোসাইটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. হাফিজা খাতুন সভাপতি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দেশবরেণ্য লেখক, শিক্ষক, গবেষক, সোসাইটির ফেলো, কাউন্সিল সদস্যবৃন্দসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]