কনকনে ঠান্ডায় কাঁপছে পঞ্চগড়, ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা
তারিখ
:
10-01-2025
জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে শুরু হয়েছে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় সারাদেশে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে।
ঠান্ডার সঙ্গে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল গোটা জেলা। সকাল ৮টায় সূর্যের ঝলমলে আলো ছড়িয়ে পড়লে স্বস্তি ফেরে জনজীবনে। তবে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষ।
জেলা শহরের পূর্ব ইসলামবাগ মহল্লার ইজিবাইক চালক ছয়ফুল আলম বলেন, শীত এলেই আমাদের দুর্ভোগ শুরু হয়। ঠান্ডার কারণে মানুষ বেশি প্রয়োজন ছাড়া গাড়িতে উঠে না। আমাদের দৈনন্দিন আয় কমে যায়। আগে দিনে ৭-৮শ টাকা আয় হলেও এখন ৩-৪শ টাকা ইনকাম করতে দিন চলে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ। তিনদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলমান। এই সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রাও সর্বোচ্চ ২১ দশমিক ২ ডিগ্রি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]