হিলি প্রতিনিধি : দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আদা, আলু ও পেঁয়াজের দাম। কেজিপ্রতি দেশি আলু ১০ টাকা কমে ২০ টাকায় এবং পেঁয়াজ প্রকার ভেদে কেজিপ্রতি ৫ টাকা কমে ৪০ থেকে ৪৫ টাকা ও ভারতীয় আদা কেজিপ্রতি ২০ টাকা কমে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশি আলু ও পেঁয়াজ উঠতে শুরু করাতে এবং আদার সরবরাহ বেশি হওয়ার কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে সবজি বিক্রেতা ইউসুফ আলী বলেন, এক সপ্তাহ থেকে হিলি বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমতির দিকে। মোকামে দাম কম হওয়ার কারণে আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করতে পারছি। আগের থেকে ক্রেতাও অনেক বেড়ে গেছে। বর্তমানে কাঁচাবাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]