সুজানগর প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল তাঁতীবন্দ ইউনিয়নের মধুপুর গ্রামে মোছাঃ আয়েশা খাতুন হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা, মধুপুর গ্রামের কৃতি সন্তান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন ও অর্থোপেডিক সার্জন ডাঃ আব্দুল আওয়াল।
শুক্রবার দুপুর দুইটায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, ওসি আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও মন্ডল ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার রিয়াজ মন্ডল, সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ও মধুপুর হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা হাফিজুর রহমান হাফিজ, মধুপুর বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বাবু মন্ডল, সেক্রেটারী আব্দুর রহমান, ইমাম মাওলনা ইকরামুল হক, সমাজসেবক চাঁদ আলী খান,হাসমত আলী ও মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে ডাঃ আব্দুল আওয়াল বলেন, এই প্রত্যন্ত অঞ্চলের শিশুরা যেন নৈতিক শিক্ষা ও ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারে সে লক্ষ্যেই এই মাদ্রাসাটি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা । এই প্রতিষ্ঠান শুধু আমাদের নয় সকলের ।
তাই এটার ভালো মন্দ দেখার দায়িত্ব মধুপুর গ্রামবাসী সবার। এলকাবাসীর কাছে আমার দাবী থাকবে আপনার সন্তানসহ স্বজনদের সন্তানদের কুরআন ও দ্বিনি শিক্ষার জন্য এই মাদ্রাসায় পাঠাবেন। আপনাদের সকলের সহযোগিতায় যেন সুন্দরভাবে মাদ্রাসার সার্বিক কার্যক্রম পরিচালনা করতে পারি এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটি যেন বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে সেজন্য গ্রামবাসী সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে নতুন এই মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আগামীতে সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় এই মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য মধুপুর গ্রামের কৃতি সন্তান ডাঃ আব্দুল আওয়াল তার গর্ভধারিণী মা মোছাঃ আয়েশা খাতুনের নামে নতুন এ মাদ্রাসা স্থাপন করেন। প্রাথমিকভাবে মধুপুর বাজার জামে মসজিদে এ মাদ্রাসার পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, ডাঃ আব্দুল আওয়াল শুধু মধুপুর গ্রাম নয় সুজানগর উপজেলাবাসীর গর্ব। এর আগেও তিনি এবং তার পিতা বীর মুক্তিযোদ্ধা আনছার আলী শেখের আর্থিক সহযোগিতায় মধুপুর বাজার জামে মসজিদের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ডাঃ আব্দুল আওয়াল সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
|