রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সাইন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন গণমাধ্যমকে বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি, শাহবাগ থানায় একটি এবং ধানমন্ডি থানায় একটি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, মশিউরের বিরুদ্ধে জুলাই ছাত্রআন্দোলনে ছাত্র-জনতার ওপর মামলা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা আছে। তাকে রাত আটটার দিকে বিসিএসআইআর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহসীন উদ্দিন বলেন, আজ তাকে কোর্টে পাঠানো হবে। এরপর জিজ্ঞাসাবাদে যদি মনে হয় তাকে রিমান্ডে দেওয়া প্রয়োজন, তাহলে আদালতে রিমান্ড চাওয়া হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]