মোহাম্মদপুরে রিকশা আটকে ছিনতাই, চাপাতি নিয়ে নারীর ওপর হামলা
তারিখ
:
24-02-2025
রাজধানী ঢাকা এখন যেন আতঙ্কের নগরী হয়ে উঠেছে। চুরি, ছিনতাই ছড়িয়ে পড়েছে পুরো শহরে। দিন-দুপুরেই চলছে এসব। আর রাত হলে ভয় আরও বেড়ে যায়। প্রতিদিনিই ঢাকার চারপাশ থেকে পাওয়া যাচ্ছে নানান অঘটনের খবর। বিশেষ করে বেশি অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুর, যেখানে আবারও ঘটেছে ছিনতাইয়ের ঘটনা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে দেখা যায়, একটি রিকশা থামিয়ে দুই তরুণ ছিনতাই করছে। রিকশায় এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং তার পাশেই দাঁড়িয়ে ছিলেন আরেক নারী। এসময় দাঁড়িয়ে থাকা নারীর দিকে এক ছিনতাইকারীকে চাপাতি হাতে তেড়ে যেতে দেখা যায়।
সেখানে আরেক ব্যক্তিকে দেখা যায় ছিনতাইকারীদের সরিয়ে দিতে। তবে তিনি ওই দুই নারীর সঙ্গে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, রোববার রাতে রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে বিপুল স্বর্ণ ও টাকা লুটের ঘটনাও ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম আনোয়ার হেসেন (৪৩)।
রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেলে ভর্তি করেছেন।
আহত আনোয়ার জানান, বনশ্রী সি ব্লকে অলংকার নামে জুয়েলারি দোকান রয়েছে তার। রাতে দোকান বন্ধ করে সঙ্গে ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে বাসায় ঢুকছিলেন।
এসময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিতেই তাকে লক্ষ্য করে গুলি করে। এরপর সাথে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে যায়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]