রাজধানীর কুড়িল-শাহজাদপুরসহ বেশ কিছু এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
তারিখ
:
20-02-2025
পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর কুড়িল বিশ্বরোড, বসুন্ধরা আবাসিক ও শাহজাদপুরসহ বেশ কিছু এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড -এর আওতাধীন এমআরটি লাইন -১ এর ভূগর্ভস্থ স্টেশন (নদ্দা) এর এলাইনমেন্ট হতে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা হতে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা গ্রামীণফোনের প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতী সিএনজিসহ কুড়িল বিশ্বরোড হতে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]