আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৬১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী অধিকার বিষয়ক সংস্থা ইউএন হাই কমিশনার ফর রেফিউজিস (ইউএনএইচসিআর) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটিতে মোট ৭৩ জন অভিবাসনপ্রত্যাশী যাত্রী ছিলেন। নৌকাডুবির পর তাদের মধ্যে ১৩ জন জীবিত আছেন, বাকি ৬১ জন এখনও নিখোঁজ।
নৌকাটির যাত্রীরা সবাই সুদানের নাগরিক ছিলেন। নিহতদের পরিবারের প্রতি স্বান্তনা জানিয়ে ইউএনএইচসিআরের বিবৃতিতে বলা হয়েছে, “নিহতরা সবাই সুদানের শরণার্থী ছিলেন। সুদানের গৃহযুদ্ধ বন্ধের মধ্যেই নিহিত রয়েছে এ সমস্যার প্রকৃত সমাধান। কারণ গৃহযুদ্ধ বন্ধ হলে সুদানী শরণার্থীরা নিরাপদে ঘরে ফিরে যেতে পারবে এবং এমন বিপজ্জনক যাত্রার ঝুঁকি নেওয়ার প্রবণতা তাদের মধ্যে কমবে।”
২০২৩ সালের এপ্রিলের মাঝামাঝি থেকে সুদানের সামরিক বাহিনী এবং আধাসামরিক বাহিনী (আরএসএফ) এর মধ্যে সংঘাত চলছে। এর জেরে হাজার হাজার সুদানি নাগরিক বাড়িঘর-দেশ ছেড়ে লিবিয়াসহ প্রতিবেশী অন্যান্য দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।
এর আগের দিন মঙ্গলবার সমুদ্রপথে সুদান থেকে লিবিয়া আসার পথে নৌকায় অগ্নিকাণ্ডের নিহত হয়েছিলেন অন্তত ৫০ হন সুদানি শরণার্থী। জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছিল ২৪ জনকে।
এশিয়া ও আফ্রিকার নথিবিহীণ অভিবাসনপ্রত্যাশীদের কাছে ইউরোপ গমনের জন্য একটি ব্যাপকভাবে ব্যবহৃত একটি রুট লিবিয়ার উপকূল। তবে এই রুট বেশ বিপজ্জনকও। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম এর ত্যথ অনুসারে, কেবল গত বছরই ভূমধ্যসাগরে অন্তত ২ হাজার ৪৫২ অভিবাসী বা শরণার্থী মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]