সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি
তারিখ
:
18-09-2025
সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের তেতুলিয়া এলাকা থেকে ডলারগুলো উদ্ধার করা হয়।
এদিন রাতে বিজিবি ৩৩ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের নির্দেশনায় বিজিবির একটি টহল দল অভিযানে যায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ তল্লাশি করে ১০০ ডলারের নোটের তিনটি বান্ডিল, মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ডলারের বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। আদালতের আদেশ গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে জব্দ ডলার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]