কামরুল হাসান : স্বাধীনতা, গণতন্ত্র এবং ২৪ জুলাইয়ের বিএনপি-ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত সফলতা বিনষ্টে ষড়যন্ত্রকারী ফ্যাসিবাদের মিত্রদের প্রতিহত করতে এবং দেশের সংকট নিরসনসহ স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিক উদ্দিন ভূইয়া হাবু।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার দিঘী ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা, লিফলেট বিতরণ, গণসংযোগ ও নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুল হক এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান ফরহাদ। এসময় জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামীম আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান, আনিস মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউর রহমান,শিবালয় উপজেলা বিএনপি`র সাবেক যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুর রশিদ,বিএনপি নেতা আকরাম খান,গড়পাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ চঞ্চল,ওয়ার্ড বিএনপি`র সাধারন সম্পাদক ওমর হোসেন খান জনি,ইউপি সদস্য ও বিএনপি নেতা আবু তাহের লিটন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সামসুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব মানিকগঞ্জ শাখার সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, যুবদল নেতা মোহাম্মদ সেলিম ,সাবেক জেলা যুবদল নেতা শফিকুল ইসলাম শিপু, যুবদল নেতা জয় ই মামুন,উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল গফফার ভূঁইয়া, রুপন খান, জেলা কৃষকদলের সহ- সাধারন সম্পাদক আমিনুর রহমান লেলিন ,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান,জেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজমল খান নয়ন,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ,উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ আমজাদ হোসেনসহ বিএনপি ও এর সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাবু ভূইয়া বলেন, “বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা দেশের সাধারণ মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে। এর প্রতিফলেই বিএনপি-ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে তাকে দেশত্যাগ করতে বাধ্য হতে হয়েছে। কিন্তু তার মিত্ররা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এসব দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ভোটাধিকার বাস্তবায়নে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। কিন্তু একটি মহল স্বাধীনতা ও জুলাই বিপ্লবে অর্জিত সফলতা বিনষ্টে নানা ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। এসব অপশক্তিকে প্রতিহত করতে মুক্তিকামী জনতা বদ্ধপরিকর।
হাবু ভূইয়া বলেন, “দেশ আজ সংকটপূর্ণ অবস্থায় পৌঁছেছে। নির্বাচনই এর একমাত্র সমাধান। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়ে নাশকতার ছক আঁকছে। এসব অপশক্তি দেশ ও জাতির জন্য কখনোই কল্যাণকর নয়। তাই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতা ও দূরদর্শিতার কারণেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। এই সফলতা ধরে রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নপূরণ এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
সভায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া কামনা করেন তিনি। পরে হাবু ভূইয়া গড়পাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী পরিচালনা প্রস্তুতি সভায় যোগ দেন।
|