বিস্ফোরণে হাতের কবজি বিচ্ছিন্ন, শিশুকে ঢাকা মেডিকেলে ভর্তি
তারিখ
:
09-12-2024
মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লার ভাগাড়ে পড়ে থাকা বোমার মতো বস্তুর বিস্ফোরণে সজিব (১২) নামে এক ছিন্নমূল শিশুর হাতের কবজি বিচ্ছিন্ন গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিশু নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া এলাকার বাসিন্দা।
এর আগে পুলিশ জানায়, বাবা ও ভাইয়ের সাথে ময়লার ভাগাড়ে বোতল কুড়াতে যায় শিশু সজিব। এ সময় পড়ে থাকা ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণে সজিবের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নেয়া হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।
ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানায় মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব দে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]