রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার মার্কেটের সামনে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা পল্টন থানা উপপরিদর্শক (এসআই) সুব্রত পাল জানান, আমরা খবর পেয়ে বঙ্গবন্ধু স্কয়ারের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই যুবক মোবাইল নাকি অন্য কিছু ছিনতাই করেছিল প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। আমি খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। এ ঘটনায় জড়িত কাউকেই এখন পর্যন্ত আটক করা হয়নি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]