রাজধানীর কুড়িলে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটাপড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১২ (ডিস্মেবর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক জয়নাল আবেদীন।
তিনি বলেন, “রাস্তা পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে একজন মারা গেছেন।”
স্থানীয়দের বরাতে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই তারা মিয়া বলেন, আনুমানিক ৩৮ বছর বয়সী ওই নারীর নাম শামসুন্নাহার। তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তিনি কুড়িল এলাকায় বসবাস করতেন।
পুলিশ কর্মকর্তা তারা বলেন, “সকালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।"
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]