মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি : মোহনগঞ্জে অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ মো. নূরে আলম রিয়াদ (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।
এসময় তার কাছ থেকে একটি হেরোইন মাপার যন্ত্র, ৫০০ টাকার একটি জাল নোট ও দুইটি মোবাইলফোন উদ্ধার করা হয়।
সোমবার রাতে পৌরশহরের দক্ষিণ দৌলতপুর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। সে মো: সাইদুর রহমানের ছেলে। তাকে রাতেই মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।