মেঘনায় মিলল গলাকাটা ৫ লাশ, হাসপাতালে আরও ২ জনের মৃত্যু
তারিখ
:
23-12-2024
চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি জাহাজে পাঁচজনের গলাকাটা লাশ পাওয়ার খবর দিয়েছে নৌ পুলিশ। এ ছাড়া গুরুতর আহত তিনজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুজন মারা যান।
চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, হাইমচর উপজেলার মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে নোঙর করা ছিল এমভি আল-বাখেরা নামের জাহাজটি। সোমবার বিকালে জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে নৌ পুলিশ সেখানে যায়।
তিনি বলেন, “টেলিফোনে বলা হয়েছে, ওই জাহাজে ডাকাতের হামলা হয়েছিল। আমরা পাঁচজনের লাশ পেয়েছি, তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।”
“ওই পাঁচজনকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে।”
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মহসিন উদ্দিন বলেছেন, গুরুতর অবস্থায় যে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে দুজন মারা গেছে। আরেকজনকে গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]