ঘিওর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীমকে স্বপদে পুনর্বহালের দাবি উপজেলাবাসীর
তারিখ
:
23-12-2024
স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের ঘিওর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীমকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছেন উপজেলার বিভিন্ন স্তরের মানুষ । অতি সম্প্রতি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান হাইকোর্টের রায়ে তাদের ক্ষমতা ফিরে পেলে তারই ধারাবাহিকতায় তিনি এই দাবি করেন।
উপজেলার বেড়াভাঙ্গাঁ গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে আলীম সোমবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে বলেন, বর্তমান সরকারের স্থানীয় মন্ত্রণালয় থেকে আমাদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের একটি অপসারনের চিঠি আসে। এর প্রেক্ষিতে আমরা দীর্ঘদিন জনপ্রতিনিধির দায়িত্বপালন থেকে বঞ্চিত। আজকে দেখা যায় বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে ইউনিয়ন পরিষদের নির্বাচন হইছে, সেই নির্বাচনে দলীয় প্রতিক ছিল এবং পত্রিকায় আসছে প্রভাব খাটিয়ে নির্বাচনটি হয়েছে । তারপরেও দেখা যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বহাল আছে। আমি বিগত সরকার পরিবর্তনের পরে অফিসে আসতাম কারন আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না এবং আমি কখনো অনুপস্থিত ছিলাম না বিষয়টি ঘিওর উপজেলা নির্বাহী অফিসারও অবগত রয়েছে এবং তার প্রমাণ ও আমার কাছে আছে। তাই বর্তমান সরকারের কাছে দাবি আমাকে আমার পদে পুনর্বহাল করা হোক । আর আমি সরকারকে সর্বাত্মাক সহযোগিতা করে আমার জনগনের পাশে থাকতে চাই।
এবিষয়ে সিংজুরী ইউনিয়নের বেড়াভাঙ্গা গ্রামের ছোরহাব আলী বলেন, আমরা আব্দুল আলীমকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। সে তো কোন দলও করে না। আমাদের উপজেলার বিভিন্ন সেবা পেতেও ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই আমরা তার পুনর্বহাল চাই। চরবাইলজুরী গ্রামের মো. ইনচার আলী বলেন হাসিনা সরকারের পতনের পরও সবার সাথে মিলেমিশে আব্দুল আলীম এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি একদিনেও জন্য পালায় নাই কারন সে কোন দল করে না । তাকে যদি পুনর্বহাল করা হয় সে আরও ভাল কাজ করতে পারবে। এবিষয়ে বড়টিয়া গ্রামের মো. মনিরুজ্জামান ও বালিয়া মোড়ের রাফেজা আক্তার বলেন, জনপ্রতিনিধি না থাকলে আমাদের সুবিধা অসুবিধা দেখবে কে। তাছাড়া আমরা আলীমকে ভোট দিছি সে ভাল ছেলে কোন দলও করেনা তাকে অপসারন করা ঠিক হয় নাই। কোন রাজনৈতিক দলের সাথে কোন সম্পৃক্ততা না থাকায় আওয়ামী লীগ সরকার পতনের পরেও তার জনপ্রিয়তা রয়েছে। আমরা তাকে পুনরায় ভাইস চেয়ারম্যান হিসেবে চাই। এছাড়াও খোঁজ নিয়ে জানা যায়, পট পরিবর্তনের পরে ১৩ই আগষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং তার বাসভবন ও তার অফিসের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিতকরণ পত্রে ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম বর্তমানে নিয়মিত কর্মস্থলে অবস্থান করছেন কিনা একটি কলামে দেখা যায় সেখানে নিয়মিত অবস্থান করছেন বলে একটি চিঠি জেলা প্রশাসক বরাবরে প্রদান করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ চারটি ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাধিক প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত তিনি। কিন্তু বিগত উদ্ভূত পরিস্থিতিতে ১৯ আগস্ট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের অন্তর্বর্তী সরকারের এক নির্বাহী আদেশে অপসারণ করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]