অনেক দিন পর স্বরুপে ফিরছেন টলিউড সুপারস্টার দেব। ‘খাদানে’ -এর পোস্টার, ট্রেলার, গান দেখে সেরকইমই ভেবে নিয়েছেন অনুরাগীরা। মুখিয়ে আছেন মুক্তির প্রথম দিন প্রথম শো দেখার। তবে সেখানেই হয় বিপত্তি। হল জুটছিল না ‘খাদান’ -এর কপালে।
এবার জুটেছে নতুন আপদ। আজ বাদে কাল মুক্তি তবুও শুরু হয়নি অগ্রীম টিকিট বুকিং। তাতেই চটে যান দেব। যথাযথ ব্যবস্থা নেওয়ার দেন হুঁশিয়ারি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল বুধবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে কড়া কথা বলেছেন দেব। তার কথায়, “‘খাদান’-এর অগ্রিম বুকিং শুরু হয়নি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শেষমুহূর্ত পর্যন্ত লড়ে যাচ্ছি। বাংলার প্রেক্ষাগৃহগুলিতে অন্য ভাষার সিনেমার ডিস্ট্রিবিউশনই এর জন্য দায়ী।”
আজ বৃহস্পতিবার লেখেন, “‘খাদান’ আগামীকাল মুক্তির জন্য প্রস্তুত। যদি আপনাদের কাছের সিনেমা হলে এই ছবিটি না এসে থাকে, তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”
এর আগে হল না জোতায় দেব লিখেছিলেন, ‘এখনও খাদান-এর অগ্রিম বুকিং শুরু করা যায়নি বলে আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে বিশ্বাস করুন, আমি খাদান-এর শো পাওয়ার জন্য লড়াই করছি। লড়াই করছি অ্যাডভান্স বুকিং পরিষেবা খুলে দেওয়ার জন্যও।’
আরও লিখেছিলেন, ‘কিন্তু বাংলায় অন্যান্য ভাষার ছবির জন্য `খাদান` পর্যাপ্ত প্রেক্ষাগৃহ পাচ্ছে না। দয়া করে অপেক্ষা করুন। আমি চেষ্টা করে যাচ্ছি। কথা দিচ্ছি চেষ্টা থামাব না। একটু ধৈর্য্য ধরুন’
‘খাদানে’ দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। ছবির পরিচালক সুজিত রিনো দত্ত। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।
|