ভারত সরকার ভাতা দিয়ে থাকে অসচ্ছল বিবাহিত নারীদের। তাদের স্বাবলম্বী করতেই এ উদ্যোগ। অবাক করা তথ্য হচ্ছে এতদিন এই ভাতা ঢুকেছে বলিউড লাস্যময়ী সানি লিওনের অ্যাকাউন্টে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, সম্প্রতি ভারতের ছত্তিশগড়ের তালুর নামে এক গ্রামের এক বাসিন্দার সুবাদে এই তথ্যটি সামনে আসে। যিনি সরকারি এই ভাতা পাওয়ার জন্য সানি লিওনের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন।
ছত্তিশগড়ের বিবাহিত নারীদের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একটি ভাতার ব্যবস্থা করেছে। সরকার প্রকল্পটির নাম দিয়েছে ‘মাহতারি বন্দনা যোজনা’। প্রকল্পের অধীনে রাজ্যের বিবাহিত নারীদের মাসে মাসে ১০০০ রুপি করে ভাতা দেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। বিষয়টি প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে উল্লেখিত অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করা হয়েছে এবং অ্যাকাউন্টটি আপাতত জব্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]