এমনো ম্যাচ হেরে যায় রংপুর রাইডার্স। ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭ বলে বিনা উইকেটের ৫০ রানের সংগ্রহ। জয়টা যেখানে মামুলি হওয়ার কথা। সেখানে কিনা ক্রিকেট ডিক্টোরিয়ার কাছে ১০ রানে হার মানলেন নুরুল হাসান সোহানরা। টি-২০ গ্লোবাল সুপার লিগে রংপুরের এটি দ্বিতীয় হার। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও ছিল এমন চেহারা। জেতা ম্যাচ হেরে যায় হ্যাম্পাশয়ারের কাছে। গতকাল গায়ানায় অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে বোলিং নিয়ে দুদান্ত কাজটিই করেছিল রংপুর। নির্ধারিত ২০ ওভারে প্রতিপক্ষকে বড় রান সংগ্রহ করতে দেয়নি। ৬ উইকেটে ১৫১ রানে ডিক্টোরিয়াকে থামিয়ে রাখে রংপুর।
রিশাদ হোসেন ২৩ ও মেহেদি হাসান ২৪ রানে ২টি করে উইকেট নেন। ডিক্টোরিয়ার ম্যাকডোনান্ড সর্বোচ্চ ৪০ রান করেন। ব্যাট করতে এসে স্ট্রিফেন টেইলর ও সোম্য সরকার যে মারমুখি হয়ে ওঠেন তাতে মনে হচ্ছিল বিগ ব্যাশ চ্যাম্পিয়নদের বড় ব্যবধানে হারাবে। তা আর হলো কই। সৌম্য সরকার ৪২ বলে ৫১ রান করলেও রংপুর ৭ উইকেটে ১৪১ রান তুলে হেরে যায়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]