ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্সে সুবাতাস, এলো ৭ হাজার ৩৯৭ কোটি টাকা
তারিখ
:
09-12-2024
ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী আয় এলো ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় সাত হাজার ৩৯৭ কোটি টাকা (প্রতি ডলার হিসাবে ১২০ টাকা টাকা হিসেবে)।
রোববার (৮ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। তথ্য অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিদিন ৮ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ২৪৬ ডলার। যা আগের মাসের চেয়ে কিছুটা বেশি, একই সঙ্গে আগের বছরের ডিসেম্বরের চেয়ে বেশি। আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ৩৩ লাখ ৩০ হাজার ৩৩৩ ডলার। আর আগের বছরের ডিসেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৩৩ ডলার। এ হিসাবে ডিসেম্বর মাসে প্রবাসী আয়ের একটি শুভ সূচনা হয়েছে। তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, সাত দিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৮ কোটি ৫২ লঅখ ২০ হাজার ডলার, রাষ্ট্র মালিকানাধীন কৃষি ব্যাংকের মা্যেমে এসেছে চার কোটি ৫৮ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ হাজার ৩০ ডলার।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]