মঈন মাহমুদ : রাজধানী ঢাকার সামরিক জাদুঘরে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট ২০২৪। এতে `ইকো লিডারর্স` নামের প্রকল্পের উদ্বোধন ঘোষণা করা হয়।
সামিটে সারাদেশের ৩ শতাধিক তরুণ-তরুণীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসডিজি সামিট শেষে ইকো লিডারস প্রকল্পের শুভ উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয় মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক, জেমস গোল্ডম্যান। পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), ড. গাজী মো. সাইফুজ্জামান, সাসটেইনেবল এন্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথোরিটি (স্রেডা)-এর পরিচালক, প্রকৌশলী মো. মুজিবুর রহমান ও অধ্যাপক এমিরেটাস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. আইনুন নিশাত। ইকো লিডারস নামের প্রকল্পটি ফরেন কমনওয়েলথস এন্ড ডেভেলপমেন্ট অফিসের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা দ্যা আর্থ বাস্তবায়ন করবে।
দুইদিনব্যাপী গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিটে ৬টি বিষয়ভিত্তিক আলোচনায় জলবায়ু কর্মসূচি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানি; শিক্ষা পাঠক্রম এবং বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন; স্বাস্থ্য, সুস্থতা এবং লিঙ্গ সমতা; মিডিয়া সচেতনতা, ক্ষমতায়ন এবং নাগরিক অংশগ্রহণ; জলবায়ু সহনশীলতা ও জলবায়ুজনিত অভিবাসনে যুবসমাজের অংশগ্রহণ এবং ইনোভেশন, এসপ্লয়মেন্ট এন্ড এন্টারপ্রেনারশীপ নিয়ে ৫০ জন আলোচক অংশ নেন।
দ্যা আর্থ-এর উদ্যোগে আয়োজিত এই সামিটে স্ট্রাটিজিক পার্টনার হিসেবে ছিলেন ইউকে ইন্টারন্যাশনাল ডেভলেপম্যান্ট। সহযোগী হিসেবে ছিলেন, ইয়াং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশন-ইপসা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মাটি ও মানুষ, এশিয়ান প্যাসিফিক রিসোর্চ এন্ড রিসার্চ সেন্টার ফর উইমেন, পার্টিসিপেটরি রিসার্চ এন্ড এ্যাকশন নেটওয়ার্ক, বিওয়াইএস, ইউএনডিপির আমি ও সুনাগরিক। নলেজ পার্টনার চেইঞ্জ ইনিশিয়েটিভ। ইয়ুথ পার্টনার হিসেবে ছিলেন মিশন গ্রীন বাংলাদেশ ও উই ক্যান কক্সবাজার।
সামিটের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেইঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম. জাকির হোসাইন খান, ক্লিনের নির্বাহী পরিচালক হাসান মেহেদী, দ্যা আর্থ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়া ও এশিয়ান প্যাসিফিক রিসোর্চ এন্ড রিসার্চ সেন্টার ফর উইমেনের সহ-পরিচালক সাই জয়তির্ময় রাসেরলা। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটি ও মানুষের পরিচালক আহসান আদেলূর রহমান, দ্যা আর্থ`র নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়া, সুইজারল্যান্ড দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার শিরীন সুলতানা লীরা। এতে `ঢাকা ডিকলারেশন` ঘোষণাপত্র তুলে ধরা হয়। এতে তরুণদের ক্ষমতায়িত করতে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়।
|