নিজস্ব প্রতিবেদক :১৮ ডিসেম্বর, রাজধানীর একটি কনভেনশন সেন্টারে পেপারলেস লিমিটেডের অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপারলেস’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ তাসফিক নেওয়াজ পেপারলেসের যাত্রাকে অভিনন্দন জানান। তিনি বলেন, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ‘পেপারলেস’ নতুন দিগন্তের সূচনা করবে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোঃ সোয়েব আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেপারলেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. নজরুল ইসলাম। ‘পেপারলেস’ সম্বন্ধে বিস্তারিত উপস্থাপন করেন পেপারলেস লিমিটেডের হেড অব বিজনেস অর্ণব আদিত্য মামুন। বক্তারা বলেন, লেনদেনের নিরাপত্তা, যেকোনো ব্যবসার সফলতা। আর ব্যবসায়িক সফলতায় ডিজিটাল লেনদেনের জন্য সম্পূর্ণ নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট গেটওয়ে হচ্ছে- পেপারলেস’। ‘পেপারলেস’ বাংলাদেশের যেকোনো ব্যবসা প্রতিষ্ঠান- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল লেনদেনের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও নিরাপদ সমাধান এনে দিবে। প্রত্যন্ত অঞ্চলেও এর দ্রুত প্রসার ঘটবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্সপ্রাপ্ত ‘পেপারলেস’ গ্রাহকদের অচিরেই নানা সুযোগ-সুবিধার ঘোষণা নিয়ে আসছে। উদ্বোধন উপলক্ষে গ্রাহকরা সাধারণ চার্জের উপর ৫০% ডিসকাউন্ট সুবিধা পাবেন। উল্লেখ্য যে, পেপারলেস ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, বিকাশ ও নগদের সাথে যুক্ত রয়েছে। যে কেউ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পেপারলেসের ওয়েবসাইট www.paperlessltd.com বা ফেসবুক পেজ Paperless Limited এ যেয়ে গ্রাহক হতে পারবেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]