বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে বিএনপির বিশেষ কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টায় কনসার্ট শুরু হলেও নির্ধারিত সময়ের আগেই দর্শকের উপস্থিতি শুরু হয়। কনসার্টে মঞ্চ ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছে।
দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী যুবদলের কর্মীরা বিশাল জাতীয় পতাকা নিয়ে মিছিল করে কনসার্ট স্থলে প্রবেশ করেন। পাশাপাশি বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরাও মিছিল নিয়ে নিয়ে কনসার্টে প্রবেশ করে।
মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খামারবাড়ি পর্যন্ত রাস্তার দুপাশে পণ্যের পসরা নিয়ে বসেছেন ভ্রাম্যমাণ হকাররা। কনসার্টে আসা দর্শক-শ্রোতাদের মধ্যে কেউ কেউ কনসার্ট দেখতে সড়কের পাশের গাছে চড়ে বসেন।
জীবন্ত কিংবদন্তী শিল্পী খুরশীদ আলমের কণ্ঠে ‘পাখির নাম দোয়েল, ফুলের নাম শাপলা, দেশের নাম বাংলাদেশ, সুফলা সুফলা’ গান দিয়ে শুরু হয় কনসার্ট। এরপর গান করেন নাসির খান।
দুপুর ২টার দিকে মঞ্চে ওঠেন প্রীতম হাসান। প্রথমে ‘খোকা’ গান পরিবেশন করেন তিনি। পরে ‘হাতে লাগে ব্যথারে, ‘উরাধুরা’ গানগুলো পরিবেশন করেন। এরপর গান করেন শিল্পী মৌসুমী। তার পরেই গান শোনান আলম আরা মিনু। ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’, ‘সোনা দানা দামি গহনা’ গান গেয়ে তিনি মাইক্রোফোন তুলে দেন মনির খানে হাতে।
সেসময় ‘চিঠি’ ও ‘প্রেমের তাজমহল’ গান গেয়ে দর্শক মাতান মনির খান। এরপর ‘তোমায় দেখলে মনে হয়’ ও ‘সাগরিকা’ গান গেয়ে দর্শক মাতান কনকচাঁপা।
সংগীতশিল্পী ইথুন বাবু এবং মৌসুমী বেলা আড়াইটায় মঞ্চে উঠেন। তারা গেয়েছেন ‘আমি মেজর জিয়া বলছি’ গানটি।
|