বৃহস্পতিবার এবি পার্টি মালয়শিয়ার আহবায়ক ড বেলাল হোসাইনের সভাপতিত্বে কুয়ালালামপুরের বুকিতবিংতানে প্রবাসীদের নিয়ে এক প্রীতি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস্য, যুব পার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও এবি পার্টি নেতা ড সেহেল মাসুদ।
শাহাদাতুল্লাহ টুটুল বলেন, ১৯৭০ সালে দুই তৃতীয়াংশ মালয় জনগোষ্ঠী দারিদ্র্য সীমানার নীচে বসবাস করতো। সুষ্ঠ পরিকল্পনা ও যোগ্য নেতৃত্বের কারনে আজকের আধুনিক মালয়েশিয়ার ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে। কিন্তু একই সময়ের ব্যবধানে বাংলাদেশ দূর্ণীতি আর দুঃশাসনে চ্যাম্পিয়ন হয়েছে। এর জন্য দায়ী অগণতান্ত্রিক সরকার ও পরিবারতান্ত্রিক রাজনীতি। তিনি বলেন ছাত্র-যুব-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুবিধাভোগী ছাড়া দেশে সকল নাগরিক অংশগ্রহণ করেছিল। বিশেষ করে প্রবাসীরা আন্দোলনের কৌশল হিসেবে দেশে রেমিটেন্স পাঠনো বন্ধ করে দিয়ে হাসিনা সরকারের ওপরে বাড়তি চাপ তৈরি করে। ফলে অগণতান্ত্রিক সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাসকে আরো আন্তরিকতার পরিচয় দিতে হবে। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তিনি প্রবাসীদের নিকট দেশ গঠনে এবি পার্টির কার্যক্রম তুলে ধরেন এবং তাদের সমর্থন কামনা করেন। সভায় আরো উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মজিবুর রহমান, এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের যুগ্ম সদস্য সচিব মু: বদরুল হুদা খান, বেলাল হোসাইন, মাহমুদুল হাসান, মালয়েশিয়ার যুবনেতা হোসাইন আহমেদ, মো: সাহেব আলী, আনোয়ার হোসেন, লুৎফর রহমান খান, রুদ্র পারভেজ, ইমতিয়াজ আহমেদ ইভান, মু: মিল্টন হোসেন, কাজি মাহমুদুল হাসানসহ আরো অনেকে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]