বিশেষ প্রতিবেদক: ২২ ডিসেম্বর, শনিবার, এবি পার্টি মালয়শিয়ার আহবায়ক ড. বেলাল হোসাইনের সভাপতিত্বে কুয়ালালামপুরের বুকিতবিংতানে `বিপ্লবোত্তর বাংলাদেশ নিয়ে প্রবাসীদের ভাবনা` শীর্ষক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস্য, যুব পার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও এবি পার্টি নেতা ড. সেহেল মাসুদ। শাহাদাতুল্লাহ টুটুল বলেন, জুলাই-আগস্ট ছাত্র-যুব-জনতার বিপ্লব পরবর্তী বৈষমহীন বাংলাদেশ গঠনে সব শ্রেণি পেশার মানুষের অধিকারভিত্তিক রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্র বিনির্মানে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নয়, তারা এই বিপ্লবের নেপথ্য সৈনিক। প্রবাসীরা তাদের পাসপোর্ট রিনিউ, নিয়োগ প্রতিষ্ঠানের সমস্যা ও বাংলাদেশ দূতাবাসের নানান অনিয়ম তুলে ধরলে তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিস্ট সরকারের অবৈধ নিয়োগকারীরা জনগনের ভোগান্তি তৈরি করছে। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের বিপ্লবের চেতনা ধারন করে জনগনের সেবকের ভূমিকা পালন করতে হবে। তিনি দূর্ণীতি ও বৈষম্যমুক্ত আগামীর বাংলাদেশ গড়তে সকল নাগরিককে এবি পার্টির সাথে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। ড. সোহেল মাসুদ বলেন: আমরা প্রবাসীরা দূরে থাকলেও দূর্ণীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি। এবি পার্টির দেশ গঠনের যে উদ্যোগ নিয়েছে তা আমাদের অনুপ্রাণিত করে। সভাপতি ড. বেলাল হোসাইন বলেন, প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাসকে আরো আন্তরিকতার পরিচয় দিতে হবে। দেশের অর্থনীতিতে যে প্রবাসীরা ভূমিকা রাখছে, তাদের সাথে বিমাতাসূলভ আচরণ খুবই দুঃখজনক। তিনি আশ্বস্ত করেন এবি পার্টি প্রবাসীদের সমস্যা সমাধানে নিয়মিত কাজ করে যাবে। সভায় আরো উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মজিবুর রহমান, এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের যুগ্ম সদস্য সচিব মু. বদরুল হুদা খান, পিএইচডি গবেষক বেলাল হোসাইন, মাহমুদুল হাসান রাসেল, মু আদুস সুলতান, নারী নেত্রী শবনম রহমান, তাসলিমা আকতার, মালয়েশিয়ার যুবনেতা হোসাইন আহমেদ, মো সাহেব আলী, আনোয়ার হোসেন, লুৎফর রহমান খান, রুদ্র পারভেজ, মু. মিল্টন হোসেন, কাজি মাহমুদুল হাসান, এস এম নাহিয়ুম, ইয়ার হোসাইন, সুমন হোসাইন, কাজী শাহাবুদ্দিন, আতাউর রহমান, ই কবির, আব্দুস সুলতান, মো. রিয়াজ, আমরান মোল্লা, বোরহান মোহাম্মদ, জিহাদ, পলাশ সহ আরো অনেকে।
|