বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় প্রাণ হারালেন তিন পুলিশ কর্মকর্তা   * স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ জনমত গড়তে হাবু ভূইয়ার আহ্বান   * সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি   * লিবিয়ায় নৌকা ডুবে ৬১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু   * হামলার শিকার হলে যৌথভাবে জবাব দেবে সৌদি আরব ও পাকিস্তান   * বনানীর দুই সিসা বারে অভিযান, ১৫ কেজি সিসা-হুক্কা জব্দ   * ‘স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থামেনি, দুর্গাপূজায় সতর্ক থাকতে হবে’   * প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ৩ রাজনৈতিক দলের শীর্ষ নেতা   * রমজানের আগেই ভোটগ্রহণ সম্পন্ন হবে : প্রধান উপদেষ্টা   * শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ  

   বিনোদন
  যেভাবে ‌‘ন্যানো ব্যানানা এআই শাড়ি’র ট্রেন্ডে মেতেছে নেট দুনিয়া
  তারিখ : 17-09-2025
 

ফেসবুক এবং ইনস্টাগ্রাম খুললেই আপনার চোখে পড়বে লাল বা সাদা শাড়ি পরিহিতা নারীর ছবি। কপালে টিপ, মাথায় ফুল। অথবা সামাজিক মাধ্যম ব্যবহারকারীর থ্রি-ডি মূর্তি এবং তার পাশেই ক্যানভাসে আঁকা তার ছবি। এসব ছবির বেশিরভাগই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি। প্রথম ট্রেন্ডের নাম ‘গুগল জেমিনি’ -এর ‘ন্যানো ব্যানানা এআই শাড়ি’ এবং দ্বিতীয়টার নাম ‘ন্যানো ব্যানানা থ্রি-ডি ফিগারিন’ (থ্রি-ডি মূর্তি)।

ভারতে তো বটেই, এই ট্রেন্ড থেকে বাদ যায়নি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমও। ঠিক যেমনটা কিছুদিন আগে ‘গিবলি আর্ট’-এ মজেছিল নেট দুনিয়া। জাপানি অ্যানিমেশন ‘স্টুডিও গিবলি’ থেকে অনুপ্রাণিত ছিল সেই ট্রেন্ড।

তবে এই মুহূর্তে সামাজিক মাধ্যম দাপিয়ে বেড়াচ্ছে নতুন ট্রেন্ড। এর নেপথ্যে রয়েছে গুগলের জেমিনি ন্যানো ব্যানানা ইমেজ জেনারেটিং টুল যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি তৈরি করে।

এরকম ছবি পেতে হলে ব্যবহার করতে হবে ‘প্রম্প্ট’ বা ইন্সট্রাকশন। যেমন শাড়ির রঙ কী হবে, ছবির ব্যাকগ্রাউন্ডে কী থাকবে, আলো কেমন হবে ইত্যাদি। তারপর আপনার ছবি আপলোড করলেই ‘ন্যানো ব্যানানা ইমেজ জেনারেটর’ এই ‘প্রম্প্ট’ অনুযায়ী নতুন ছবি বানিয়ে দেবে।

থ্রি-ডি ফিগারিন-এর ক্ষেত্রে থাকবে আপনার ছোট মূর্তি এবং পাশে স্কেচ। গত কয়েকদিন ধরে এই ট্রেন্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে ভারতে এ নিয়ে উন্মাদনা ক্রমশ বেড়েছে বলে জানিয়েছেন সিমরণ পি কৌর। তিনি সোশ্যাল মিডিয়া ও ট্রেন্ড নিয়ে গবেষণা করছেন।

সিমরণ পি কৌর বলেন, ভারতে গত কয়েক দিনে লাখ লাখ ইউজার এই ট্রেন্ড অনুসরণ করেছেন। সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ, সবাই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। মজার বিষয় হলো কীভাবে এই এআই টুল ব্যবহার করে এডিট সম্ভব সেই প্রশ্নও ট্রেন্ড হচ্ছে।

ন্যানো ব্যানানা কী?
গুগল জেমিনির সাম্প্রতিক এআই মডেলের মধ্যে একটা ‌‘ন্যানো ব্যানানা’ যা ইমেজ জেনারেট করতে পারে।
প্রযুক্তিবিদ সৌম্যক সেনগুপ্ত বলেছেন, বিভিন্ন ধরনের এআই মডেল রয়েছে এবং এদের ভিন্ন ভিন্ন কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ন্যানো ব্যানানা নামক মডেল এআই ইমেজ জেনারেট করতে পারে। এজন্য তাকে কিছু নির্দেশনা দিতে হয়।

সহজভাবে বলতে গেলে, এআই মডেলকে আরো নির্দিষ্ট ভাবে ইন্সট্রাকশন দিলে সেই অনুযায়ী সে কাজ করে। যেমন ছবিতে শাড়ি কী রঙের, চুল কেমন, ব্যাকগ্রাউন্ড, লাইটিং কেমন হবে ইত্যাদি। নির্দেশনা যত বিস্তারিত এবং নির্দিষ্ট হবে কাজ তত নিখুঁত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চ্যাটজিপিটির মাধ্যমেও এআই ইমেজ তৈরি সম্ভব। তবে ‘ন্যানো ব্যানানা’ নির্দিষ্টভাবে এআই ইমেজ জেনারেট করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত।

সৌম্যক সেনগুপ্ত বলছেন, থ্রি-ডি ফিগারিন এবং এআই শাড়ি এই দুই ট্রেন্ড এই মুহূর্তে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। দুটোর প্রম্প্ট আলাদা।

কোন প্রম্প্ট ব্যবহার করলে ছবি আসবে তা জানার জন্য অনেকেই গুগলে সার্চও করছেন। কারণ যেমন ছবি তারা চাইছেন সেটা পাচ্ছে না। প্রম্প্ট-এর হেরফেরে ছবিও কিন্তু বদলে যেতে পারে।

ব্যবহারকারীরা কী বলছেন?
এই ট্রেন্ডে যারা গা ভাসিয়েছেন তাদেরই একজন আসামের নেহা সিং। ইনস্টাগ্রাম আর ফেসবুক-এ বন্ধুদের ছবি দেখে বেশ মজা লেগেছিল। আমারও ইচ্ছে হলো- কথাগুলো বলতে বলতে হেসে ফেলেছিলেন তিনি।

তার কথায়, আমি ভেবেছিলাম অনলাইনে ইমেজ এডিটিং টুল ব্যবহার করার মতোই সহজ। কিন্তু পারফেক্ট প্রম্প্ট ব্যবহার করে মন মতো ছবি পেতে সময় লাগে।

তিনি বলেন, কিছুতেই মনের মতো ছবি পাচ্ছিলাম না। ৯০ দশকের বলিউডের অনুকরণে ছবি পাওয়ার জন্য সামান্য হেরফের করে বেশ কয়েকবার প্রম্প্ট ব্যবহার করেছি। যেমন চুল কেমন বাঁধা হবে, আলো কেমন হবে ইত্যাদি। সত্যি বলতে কী মজাই লেগেছে।

ট্রেন্ডে মজে থ্রিডি ফিগারাইন ইমেজও তৈরি করেছেন তিনি। অস্মিতা চক্রবর্তী নামের এক শিক্ষার্থী বলেন, আমি সোশ্যাল মিডিয়ার সব ট্রেন্ড ফলো করি। গিবলি আর্ট যখন ট্রেন্ড হয়েছিল সেটাও ব্যবহার করেছি। আমার বন্ধুরাও এই ট্রেন্ড ফলো করেছে।

পেশায় শিক্ষিকা সাগরিকা দাসও বাদ যাননি। তিনি বলেন, আমার মেয়ে প্রথমে ছবি এডিট করে দিয়েছিল। তারপর কৌতূহলবশতই আমিও চেষ্টা করি।

ভাইরাল হওয়ার নেপথ্যে কী?
ভারতে এই ট্রেন্ডের প্রসঙ্গে সাংবাদিক এ অরবিন্দ বলেন, এখানে এআই শাড়ি ট্রেন্ড কিন্তু প্রধানত বলিউড থেকে অনুপ্রাণিত। ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে ছবি দেখা যাচ্ছে তার বেশিরভাগই রেট্রো বলিউড হিরোইনদের আদলে।

অরবিন্দ বলেন, এখনকার বলিউড অভিনেত্রীরাও এই ট্রেন্ডে মেতেছেন। এই তালিকায় সোনাক্ষী সিনহাও আছেন। দক্ষিণ ভারতীয় এবং অন্যান্য ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাও বাদ যাননি।

অভিনেতাদের মধ্যে আবার থ্রি-ডি ফিগারাইন ইমেজ তৈরির প্রবণতা বেশি। এমনকী রাকেশ রোশনও বাদ যাননি। তিনি এআই ইমেজ আর্টিস্টের তৈরি থ্রি-ডি ফিগারিন নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এদের দেখে আপামর জনসাধারণ সেদিকে ঝুঁকবে সেটাই তো স্বাভাবিক।

প্রযুক্তিবিদ সৌম্যক সেনগুপ্ত বলেন, থ্রিডি ফিগারিন-এর ছবিসহ পোস্ট কিন্তু মাসখানেক আগেও সামাজিক মাধ্যমে দেখেছি, যদিও সেটা একটু অন্যরকম ছিল। তখন এটা ভাইরাল হয়নি। কোন ট্রেন্ড কখন ভাইরাল হয় সেটা নিশ্চিত করে বলা কঠিন।

তবে একটা ট্রেন্ড জনপ্রিয়তা পেলে বাকিরা সেই পথে হাঁটেন। সাধারণত অভিনেতা-অভিনেত্রী বা ইনফ্লুয়েন্সাররা কোনো ট্রেন্ড ফলো করলে তাদের লাখ লাখ ফলোয়ারের অনেকেই তা অনুকরণ করেন। আর শাড়ির কারণে ভারত ও বাংলাদেশ দুই জায়গাতেই জনপ্রিয়তা পেয়েছে এআই শাড়ি ট্রেন্ড।

নিজস্বতার অভাব
টলিউডের অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করলেও ট্রেন্ডে গা ভাসাতে রাজি নন। এই অভিনেত্রী বলেন, আমি সাধারণত ট্রেন্ড অনুরকণ করি না। আমার ফ্যানরা ছবিগুলো এডিট করে পাঠিয়েছেন। আমার ভাল লাগার কারণ এই ছবিগুলো যে আমার সেটা বোঝা যায়।

এআই টুল ব্যবহার করে বানানো ছবির সঙ্গে বাস্তব চেহারার মিল নেই। তাই ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এডিট করা ছবির চেয়ে ক্যামেররার সামনে দাঁড়িয়ে ছবি তোলাতেই তিনি বেশি স্বচ্ছন্দ বলে জানিয়েছেন।

তার কথায়, এআই ইমেজ ফ্ললেস (খুঁত নেই)। কিন্তু মানুষের খুঁত থাকবে এটাই তো স্বাভাবিক। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতেই বেশি ভালো লাগে। কিন্তু যেভাবে এআই প্রযুক্তি দিয়ে ছবি তৈরি শুরু হয়েছে, তা ভবিষ্যতে ফটোগ্রাফির জন্য ঝুঁকি তৈরি করতে পারে?

অপেশাদার ফটোগ্রাফার উজ্জ্বল রায় অবশ্য মনে করেন, ফটোগ্রাফিকে এআই কোনোদিন টেক্কা দিতে পারবে না। তিনি বলেন, ক্যামেরার ফোকাস ঠিক করা, আলো অ্যাডজাস্ট, বারবার চেষ্টার একটা মনো মতো ছবি পাওয়ার মধ্যে আলাদা আনন্দ আছে। সেটাকে এআই টেক্কা দিতে পারবে না।

ট্রেন্ড যেমন আসে তেমন চলেও যায়
বিশেষজ্ঞদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ট্রেন্ড ভাইরাল হওয়ার নেপথ্যে বিভিন্ন কারণ থাকে।
সিমরণ পি কৌর ব্যাখ্যা করেছেন, অভিনেতা-অভিনেত্রী বা ইনফ্লুয়েন্সারদের দেখে সাধারণ মানুষও সেই ট্রেন্ড অনুকরণ করেন। তাছাড়া সামাজিক মাধ্যমে লাইক পাওয়ার তাগিদও থাকে।

শাড়ি পরা ছবির এই ট্রেন্ড ভাইরাল হওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ফ্যাশনের দৃষ্টিভঙ্গি থেকে বলতে গেলে শাড়ি সবসময় ট্রেন্ডিং। আর বলিউড থেকে অনুপ্রাণিত হয়ে ছবি তোলার ট্রেন্ডও বরাবরই জনপ্রিয়। এই দুইই এক্ষেত্রে কাজ করেছে। থ্রি-ডি ফিগারিন-এর বিষয়টা অন্য ট্রেন্ডের চেয়ে আলাদা এবং ইন্টেরেস্টিং তাই নজর কেড়েছে।

তার মতে, এই ট্রেন্ড দীর্ঘস্থায়ী নয়। কৌর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ট্রেন্ডি দীর্ঘস্থায়ী হয় না। গিবলির মতো এই ট্রেন্ড নিয়েও মাতামাতি কমে যাবে। তখন অন্য ট্রেন্ড আসবে।

এআই জেনারেটেড ছবি নিয়ে উদ্বেগ
এআই জেনারেটেড ছবি যে বাস্তব চেহারার চেয়ে আলাদা, সে বিষয়ে অনেকেই মন্তব্য করেছেন। সৌম্যক সেনগুপ্ত ব্যাখ্যা করেছেন, প্রাইভেসির কথা মাথায় রেখে এআই মডেলের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকসন রাখা হয়েছে। তাই জেনারেট করা ছবি আসল ছবির মতো কিন্তু হুবহু এক হবে না।

এআই ব্যবহার করে ত্রুটিযুক্ত ফল আসতে পারে। গিবলি আর্টের সময় দেখা গিয়েছিল রেফারেন্স ইমেজে একজন ব্যক্তি ছবি আঁকা টিশার্ট পড়ে আছে। ঘিবলি আর্ট জেনারেট করার সময় এআই আলাদা করতে পারেনি। ছবিতে ওই ব্যক্তির সঙ্গে একজন বাচ্চার ইমেজ জেনারেট করেছে।

অন্যদিকে, এআই-এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। এ বিষয়ে সেনগুপ্ত বলেন, এরই মধ্যে নিজেদের অনেক তথ্য ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রচুর ছবি রয়েছে। কাজেই এতে নতুন করে কোনো প্রাইভেসি সংক্রান্ত চিন্তা আছে বলে আমার মনে হয় না।

তবে কপিরাইট লঙ্ঘনের সমস্যাটা বড় বিষয়। এছাড়া এআই এর সাহায্যে তৈরি ছবি ও ভিডিও অপব্যবহার করে প্রতারণাও কিন্তু চিন্তার কারণ। ডিপ ফেক নিয়ে এরই মধ্যে উদ্বেগ বেড়েছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
Jagonews24 Google News Channel
সূত্র: বিবিসি বাংলা



সংবাদটি পড়া হয়েছে মোট : 46        
   শেয়ার করুন
Share Button
   আপনার মতামত দিন
     বিনোদন
ভিন্ন লুকে নজর কাড়লেন জয়া
.............................................................................................
তুমি আমাদের ছেড়ে চলে গেলে : সৃজিত
.............................................................................................
শরতের আবহে মিমের মুগ্ধতা
.............................................................................................
সাফল্যের জাদু চলছেই, বিশাল আয়ের পথে ‘সাইয়ারা’
.............................................................................................
যেভাবে ‌‘ন্যানো ব্যানানা এআই শাড়ি’র ট্রেন্ডে মেতেছে নেট দুনিয়া
.............................................................................................
‘আমি খুব কৃতজ্ঞ মানুষ’
.............................................................................................
ইডির নজরে সোনু সুদ
.............................................................................................
বাংলাদেশে আসছেন হানিয়া আমির
.............................................................................................
বেটিং অ্যাপ মামলায় ইডিতে মিমি
.............................................................................................
চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়া সেই অভিনেত্রী যা বললেন
.............................................................................................
শাড়িতে রাঙিয়ে দিলেন রোজা
.............................................................................................
রানীরা কাউকে অনুসরণ করে না : অপু বিশ্বাস
.............................................................................................
এটা শুধু প্রাপ্তি নয়, ভালোবাসা : অপরাজিতা
.............................................................................................
সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
.............................................................................................
রিয়া মনিকে নিয়ে ঢাকা ছাড়লেন হিরো আলম
.............................................................................................
বন্যার্তদের পাশে শাহরুখ
.............................................................................................
শাবানার স্বামী হৃদরোগে আক্রান্ত
.............................................................................................
লাক্স সুপারস্টার হতে ১১ হাজার সুন্দরীর আবেদন
.............................................................................................
ফরিদা পারভীনের অবস্থা আশঙ্কাজনক, দোয়া চেয়েছে পরিবার
.............................................................................................
আবারও লাইফ সাপোর্টে ফরিদা পারভীন
.............................................................................................
Digital Truck Scale | Platform Scale | Weighing Bridge Scale
Digital Load Cell
Digital Indicator
Digital Score Board
Junction Box | Chequer Plate | Girder
Digital Scale | Digital Floor Scale
Dynamic Solution IT
POS | Super Shop | Dealer Ship | Show Room Software | Trading Software | Inventory Management Software
Accounts,HR & Payroll Software
Hospital | Clinic Management Software

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত । ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]
   All Right Reserved By www.dailyasiabani.com Dynamic Scale BD