দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কয়েক দশক ধরে সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মন কেড়ে যাচ্ছেন। তবে শুধু অভিনয়েই নয়, সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝেও নিয়মিত ঝড় তোলেন এই অভিনেত্রী; কখনো বোল্ড লুকে আবার কখনো ভিন্ন লুকে।
গত মঙ্গলবার রাতে নতুন ফটোশুটে অংশ নেন জয়া; তারই ছয়টি ছবি পোস্ট করেন। দেখা যায়, কমলা রংয়ের ওয়ান-শোল্ডার ডিজাইনের একটি গাউনে নানা ভঙ্গিমায় ধরা দিয়েছেন তিনি। এছাড়াও গাউনের ফিটিং একেবারে স্লিম-কাট, যা জয়াকে আরও ফুটিয়ে তুলেছে।
জয়া এসব ছবি একাধিক পোস্টে ভাগ করতেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায় ঝড়ের গতিতে। একটি পোস্টে লিখেছেন, ‘ক্রিমসন অবেশন’। আবার অ্যাট দ্যা রেট ট্যাগ দিয়ে লিখেছেন, ‘সৌম্য সিংহ ফটোগ্রাফি’, ‘স্টাইল বাই সামিট’।
বলা বাহুল্য, অনুরাগীরা একদিকে যেমন জয়ার রূপের প্রশংসা করছেন, তেমনি অনেকেই চমকে গেছেন; বিশেষ করে তার পোশাকটি নজর কেড়েছে সকলের।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]