কারিগরি জটিলতার কারণে প্রায় দেড় ঘণ্টা বাজার আপডেট দেয়া বন্ধ রাখার পর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আবার বাজার আপডেট দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সোমবার সকালে স্বাভাবিকভাবেই ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০টা ৫৬ মিনিটে ডিএসইর প্রধান মূল্যসূচক ২১ পয়েন্ট পড়ে যায়। এরপরই বন্ধ হয়ে যায় ডিএসইর বাজার আপডেট দেয়া। প্রায় দেড় ঘণ্টা বন্ধ রাখার পর দুপুর ১২টা ২০ মিনিটে আবার বাজার আপডেট দেয় ডিএসই।
দীর্ঘসময় বাজার আপডেট বন্ধ রাখার বিষয়ে ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুর রহমান জাগো নিউজকে বলেন, টেকনিক্যাল কারণে এ সমস্যা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]