বাগেরহাটের মোরেলগঞ্জে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার উত্তর সুতালড়ী গ্রামের পানগুছি নদীর তীরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ অ্যাক্সেস প্রকল্পের সহযোগিতায় স্থানীয় মা সংসদ, যুব গ্রুপ ও ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন শিক্ষক মো. শহিদুল ইসলাম খান, আবুয়াল হোসেন হাওলাদার, কৃষানি লিপি আক্তার, কৃষক নূরুল ইসলাম, শিক্ষার্থী আব্দুল্লাহ হোসেন, জুনায়েত ইসলাম, রহিমা আক্তার চম্পা ও যুব গ্রুপ নেত্রী শেফালী আক্তার রাখি।
বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের উপকূলীয় এ উপজেলার মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার কবলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। লবণাক্ততায় ফসল উৎপাদন কমে গেছে। নদী ভাঙ্গনে শত শত পরিবার বসতবাড়ি হারিয়েছে। স্থায়ী বেরিবাঁধ না থাকায় জোয়ারের পানিতে ডুবে যায় শত শত পরিবারের ঘর ও ফসলি জমি। এসব ক্ষতির প্রতিকার চাই।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]