বিজয় ও বিপ্লবের চেতনায় সুস্থ ধারার রাজনীতি বিনির্মাণ করতে হবে : বাংলাদেশ কংগ্রেস
তারিখ
:
16-12-2024
স্বাধীনতার ৫৩ বছরেও জনগণের মুক্তি মিলেনি। মানবাধিকার, আইনের শাসন, টেকসই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। জনকল্যাণমূলক রাজনীতি গড়ে না উঠায় স্বৈরশাসকের আবির্ভাব ঘটেছে বিভিন্ন সময়। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজি রেজাউল হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা কেবল শ্লোগান আর কাগজে কলমে সীমাবদ্ধ। রাষ্ট্র পরিচালনায় জনগণের কোন কতৃত্ব নেই। রাজনীতির নামে নিজেদের স্বার্থ হাসিলে মরিয়া হয়ে উঠে শাসকগোষ্ঠী।
জনআকাংখার সুস্থ ধারার রাজনীতি বিনির্মাণে বাংলাদেশ কংগ্রেস কাজ করছে। ৭১`র বিজয় ও ২৪`র বিপ্লবের চেতনায় গড়ে তুলতে চাই জনগণতন্ত্র। এসময় মহাসচিব এ্যাড ইয়ারুল ইসলাম,যূগ্ম-মহাসচিব আব্দুল্লাহ আল মামুন,দপ্তর সম্পাদক তুষার রহমান, শিক্ষা সম্পাদক এ্যাড. মিলন কুমার ভঞ্জ, শ্রমিক কংগ্রেসের কেন্দ্রীয় সদস্য খোকন হোসেন,সেলিম রেজা বাচ্চু প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]