মুন্সীগঞ্জের লৌহজংয়ে নানা আয়োজন মহান বিজয় দিবস পালিত
তারিখ
:
16-12-2024
শাহ নেওয়াজ খান সানু, লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির প্রথম প্রহরে লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় শহীদ সৃত্মিস্তম্ভে লৌহজং নির্বাহী কর্মকর্তা মো:জাকির হোসেন,সহকারী কমিশনার(ভূমি)কায়েসুর রহমান, থানা পুলিশ,বীর মুক্তিযোদ্ধা, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো:মাসুদ খান সাধারণ সম্পাদক লৌহজং প্রেসক্লাবের সভাপতি ও বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. তরিকুল ইসলাম মাহবুব ও লৌহজং প্রেসক্লাব ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ সৃত্মিস্থম্ভে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করা হয়েছে। এদিকে দিবসটি তাৎপর্য তুলে ধরে দিন ব্যাপী উপজেলা প্রশাষনের উদ্দ্যোগে ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]