গফরগাঁওয়ে ঘরে ঘরে অবৈধ শিক্ষা প্রতিষ্ঠানের রমরমা ব্যবসা
তারিখ
:
22-12-2024
গফরগাঁও প্রতিনিধিঃ চটকধারী প্রচারনার প্রসরা সাজিয়ে গফরগাঁও উপজেলার ঘরে ঘরে চলছে অবৈধ মাদ্রাসা কিন্ডারগার্টেন ও শিক্ষা প্রতিষ্ঠানের রমরমা শিক্ষা বানিজ্য। সরকারি কোনরকম নিয়মনীতির তোয়াক্কা না করে একেবারে মনগড়া বানিজ্যিক স্বাথে পরিচালিত হচ্ছে শিক্ষার নামে এই দোকানগুলো। কেইবা শাহিন ক্যাডেট স্ট্যামফোর্ড ক্যালিফোর্নিয়া রফিক রাজু নামে ডিলারশীপ নিয়ে চালাচ্ছে শিক্ষা বানিজ্য। কেইবা আবার সেন্ট্রাল স্কুল উপজেলা বিদ্যানিকেতন সহ বিভিন্ন নামে বছরের পর বছর সরকারি অনুমোদন ছাড়া চালিয়ে যাচ্ছে অবৈধ শিক্ষা প্রতিষ্ঠান। মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ঘরে ঘরে গড়ে তোলা হয়েছে অবৈধ হাফিজিয়া এফতাদিয়া মহিলা মাদ্রাসা সহ নানারকম ধর্মীয় বানিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে মনগড়া শিক্ষা কার্যক্রম চালানো হয়ে থাকে। এইসব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে চলে আবার ধর্মীয় জঙ্গিবাদী মৌলবাদী কাযকলাপ । গফরগাঁও ক্যালিফোর্নিয়াসহ বিডিন্ন নামের বেশ কয়েকটি ধর্মীয় অবৈধ শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণের প্রবেশ নিষেধ বলে অভিযোগ রয়েছে।এখানে স্থানীয় শিক্ষক অথবা ছাত্র গ্ৰহন করা হয়না। দুরদুরান্ত থেকে ছাত্র-ছাত্রী হাজার হাজার টাকার বিনিময়ে ভর্তি করা হয়। দেশবিদেশ থেকে কেবা কারা কোটিকোটি টাকার ডোনেশন দেয়। মাঝে মাঝেই এইসব প্রতিষ্ঠানে রহস্যময় দামী দামী অসংখ্য গাড়ী আসতে দেখা যায়।
এছাড়াও উপজেলার নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নাই বললেই চলে। শিক্ষাকরা ঝুঁকে পড়েছে প্রাইভেট টিউশনিতে। তারা ছাত্রছাত্রীদেরকে ফেল করানোর ভয় দেখিয়ে ও ভালো ফলাফলের লোভ দেখিয়ে প্রাইভেট পড়াতে বাধ্য করছে। এই সুযোগে গফরগাঁওয়ে ভেঙে ছাতার মতো গড়ে উঠেছে নানা রকম অবৈধ কোচিং দোকান। সরকারী কোনরকম তদারকি না থাকায় বাধ্য হয়ে কোমলমতি শিক্ষার্থী ও অসহায় অভিভাকরা শিক্ষার নামে এইসব অবৈধ কর্মকান্ড জড়িয়ে পড়ছে। এই অঞ্চলের বিশিষ্ঠজনদের অভিমত, গফরগাঁও এর এই ভয়াবহ অবৈধ শিক্ষা বানিজ্য দ্রত বন্ধ করা না গেলে তার পরিনতি হবে ভয়ংকর।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]